অর্থমন্ত্রী উজিরে খামাখা হয়ে গেছেন, সংসদে জাপা

শামীম হায়দার পাটোয়ারী
ছবি: সংগৃহীত

সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির সমালোচনা করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, অর্থমন্ত্রী উজিরে খামোখা হয়ে গেছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।

আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার এ মন্তব্য করেন। বিলটি তোলার কথা অর্থমন্ত্রীর। তাঁর অনুপস্থিতিতে বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থমন্ত্রীর পক্ষে বেশ কয়েকটি বিল তুলেছেন আইনমন্ত্রী।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কোনো কাজে ওনাকে (অর্থমন্ত্রী) পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে। এখনো হয়তো পারবে। কিন্তু অর্থনীতি সরকারের একার বিষয় নয়। এটি বৈশ্বিক বিষয়। বাংলাদেশ ঋণের জালে পড়ে যাচ্ছে।

কতিপয় মালিক নামদারী লোক ব্যাংকগুলো খালি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, এমন হয়েছে যে ব্যাংকের মালিক ৪০০ কোটি টাকা নিয়েছেন, কিন্তু তাঁর সুদ মাফ হয়ে গেছে। অথচ ৫০ হাজার টাকা ঋণ নিলে কৃষকের সুদ মাফ হয় না। এটা খুবই দুঃখজনক। এসব অনিয়ম অর্থমন্ত্রী দূর করতে পারেননি।

মুজিবুল হক বলেন, সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ঋণের এক হাজার কোটি টাকা মেরে বিদেশে চলে গেছেন। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছেন, এটার কোনো বাছবিচার নেই। তাঁরা টাকা মেরে চলে গেছেন, সেগুলো দেশে নেই। তাঁরা ডলার কিনে বিদেশে পাচার করেছেন। এ জন্য রাষ্ট্র ডলারের সংকটে পড়েছে।

আরও পড়ুন

মুজিবুল হক বলেন, ‘অনেকেই মনে করেন ব্যাংক থেকে ঋণ নিলে টাকাটা ফেরত দেওয়া লাগবে না। না দিলেও সমস্যা হয় না। অর্থমন্ত্রী পাঁচটা বছর কী করেছেন, জানি না। এত করে বললাম, তদন্ত করেন, প্রয়োজনে সংসদীয় কমিটি করেন, কিন্তু তিনি কানেই নিলেন না।’

সায়মা ওয়াজেদকে অভিনন্দন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য। আজ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুল নির্বাচন করে জিতেছেন। আমরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে তাঁর মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমাদের আদরের সায়মা ওয়াজেদ পুতুল বিরল সম্মান অর্জন করায় ধন্যবাদ জানাই। প্রায় সবাই বলেন যে তিনি প্রধানমন্ত্রীর মেয়ে, কিন্তু ওই দেশে (ভোট দেওয়া দেশগুলো) প্রধানমন্ত্রীর মেয়ে বলে কেউ ভোট দেন না। ভোটটা হয় যাঁর যাঁর যোগ্যতার ভিত্তিতে। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানের মাপকাঠিতে ভোট পড়ে। কোন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মেয়ে, এটা তাঁর যোগ্যতার মাপকাঠি নয়। আমি মনে করি, তিনি নিজ যোগ্যতায় অর্জন করেছেন, এটা আমাদের দেশের জন্য বড় অর্জন।’

এ ছাড়া জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান, রুস্তম আলী ফরাজী এবং আইনমন্ত্রী আনিসুল হকও তাঁদের বক্তব্যে সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

বিল পাস

পরে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ জাতীয় সংসদে পাস হয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে এই বিল পাস করেছে জাতীয় সংসদ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি পাস হয়।