নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর
নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ উডস্ট্রা। তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে তাদের দূতাবাস সবসময় এই প্রচেষ্টার পাশে রয়েছে।
রোববার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত এক অনুষ্ঠানে থিজ উডস্ট্রা এসব কথা বলেন। নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী প্রচারণার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর প্রচারণার মূল প্রতিপাদ্য ছিল ‘মুখ খোলো, আওয়াজ তোলো’।
নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর বলেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে নারী ও কন্যার বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করতে। চলুন সবাই একসঙ্গে এই ক্যাম্পেইনকে সফল করি এবং একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্যে কাজ চালিয়ে যাই।’
আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গ্রোসজিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন। বাংলাদেশের লিঙ্গভিত্তিক সহিংসতার মূল কারণগুলোর প্রতি আলোকপাত করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এরকম বড় বড় আয়োজনের পাশাপাশি প্রতিদিন রাস্তায়, কর্মক্ষেত্রে, বাড়িতে হওয়া সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, তাহলেই আসল পরিবর্তন আসবে।’
নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে এ বছর বাংলাদেশে জোরালো প্রচারণার অংশ হিসেবে কণ্ঠশিল্পী, ইনফ্লুয়েন্সার ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।