দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
শিশুটির বাবা সাগরে মাছ ধরার ট্রলারে ছিলেন। গৃহকর্মী মা কাজে গেলে ১ বছর ৯ মাস বয়সী শিশুটিকে রেখে যান আট বছর বয়সী বড় ভাইয়ের কাছে। এ সুযোগে গত শনিবার চট্টগ্রাম নগরের একটি এলাকার এক ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় করা মামলায় রোববার বাড়িটির তত্ত্বাবধায়ক মো. দুলালকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে শিশুটির বাবা মাছ ধরার ট্রলারে সাগরে অবস্থান করছেন। গত শনিবার বাসায় দুই শিশুকে রেখে মা বাসা থেকে বেরিয়ে অন্য এলাকায় যান। এ সুযোগে বাড়ির তত্ত্বাবধায়ক দুলাল শিশুটির বড় ভাইকে দোকানে চা আনতে পাঠান।
ওসি বলেন, এই ফাঁকে ১ বছর ৯ মাসের শিশুকে ধর্ষণ করেন দুলাল। দুপুরে বাসায় ফিরে মা দেখেন শিশুটি অসুস্থ অবস্থায় কাঁদছে। পরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।