ট্রেনে আগুন: বেনাপোল এক্সপ্রেস আবার চলবে বৃহস্পতিবার থেকে
আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন আবারও চালু হচ্ছে। গত শুক্রবার রাজধানীর গোপীবাগে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এতে এক সপ্তাহ বন্ধ থাকার পর ট্রেনটি আগামী শুক্রবার থেকে ঢাকা থেকে যশোরের বেনাপোলে চলাচল করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোলের স্টেশনমাস্টার শাহিদুজ্জামান। তিনি বলেন, ট্রেনটি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা একটায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করবে।
গত শুক্রবার ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হন। এ ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ওই রাতে ঢালারচর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।