ভোট বর্জনের প্রচারপত্র বিলির সময় চট্টগ্রামে বিএনপি নেতা গ্রেপ্তার

বিএনপি নেতা এম এ আজিজকে (টুপি পরিহিত) গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশছবি সংগৃহীত।

ভোট বর্জনের প্রচারপত্র বিলির সময় চট্টগ্রামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এম এ আজিজ। তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। আজ শুক্রবার দুপুরে নগরের বন্দর থানার কলসি দিঘির পাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার এম এ আজিজের বিরুদ্ধে নাশকতার অভিযোগের মামলা রয়েছে। এই কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, এম এ আজিজের সঙ্গে আরিফুর রহমান নামের এক যুবদল কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও কারাগারে পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে।

এদিকে এম এ আজিজসহ যুবদল নেতা আরিফুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক।

বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করে আবারও রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ সরকার। এ জন্য বিএনপি নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে। বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই সরকার সিনিয়র নেতাদের ধারাবাহিকভাবে গ্রেপ্তার করে যাচ্ছে।

এদিকে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে বিএনপির চার দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী সালাহ উদ্দিন, সীতাকুণ্ড বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন সীতাকুণ্ড এলাকায় প্রচারপত্র বিলি করেন।