বিকাশের ফেসবুক পেজের লাইভ থেকে সেরা ব্র্যান্ডগুলোতে ঈদে কেনাকাটার সুযোগ
ঈদ সামনে রেখে জনপ্রিয় সব ব্র্যান্ডশপ থেকে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে ফেসবুকভিত্তিক লাইভ থেকে শপিং করার সুযোগ করে দিচ্ছে বিকাশ। বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ, বিকাশ ফর বিজনেস এবং সংশ্লিষ্ট মার্চেন্টদের পেজ থেকে লাইভ চলাকালীন গ্রাহকেরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাই–এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোতে কেনাকাটা করে মার্চেন্টভেদে পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক। শুধু তা–ই নয়, এই লাইভ সেশনগুলো থেকে গ্রাহকেরা বিভিন্ন ব্র্যান্ডের ঈদ কালেকশনগুলো সম্পর্কেও ধারণা নিতে পারছেন।
লাইভ চলাকালে গ্রাহকেরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করে পণ্য অর্ডার করতে পারছেন। পাশাপাশি আউটলেট থেকে কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্ট করার সময় আর–ওয়ান (R1) কুপন যোগ করে গ্রাহকেরা পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
এই ক্যাম্পেইনের অধীনে প্রতিদিন লাইভ সেশন হচ্ছে এসব পেজে, যেখানে জনপ্রিয় উপস্থাপকেরা ব্র্যান্ডগুলোর ঈদ কালেকশন তুলে ধরছেন। শুধু তা–ই নয়, গ্রাহকেরা লাইভ সেশনটি বিভিন্ন গ্রুপে, পেজে বা প্রোফাইলে শেয়ার করে জিতে নিতে পারেন উপহার। সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ী পাবেন মার্চেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। লাইভ চলাকালীনই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহকেরা লাইভ শেয়ার করার স্ক্রিনশট দেখালে কেনাকাটায় পাচ্ছেন আরও বিশেষ ছাড়।