সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

খুলনায় বসে অনলাইনে ফাঁদ, যুক্তরাষ্ট্রসহ তিন দেশের কিশোরীদের নগ্ন ছবি সংগ্রহ

মো. সামির
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দূতাবাসের করা একটি মামলার তদন্ত করে খুলনার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মুঠোফোন ও ল্যাপটপ থেকে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের অন্তত ৩০ কিশোরীর দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মো. সামির (২০) নামের ওই তরুণ অনলাইনে সামাজিক যোগাযোগের অ্যাপ ডিসকর্ডে এসব কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর ফাঁদে ফেলে তাঁদের নগ্ন ছবি সংগ্রহ করেছেন। বিস্তারিত পড়ুন...

বাবার ‘কলিজার টুকরা’ জান্নাত সঙ্গী হলো শেষযাত্রায়ও

রাতভর টানা ভারী বর্ষণে নগরে পাহাড় ধস হয়। এতে শরীফা বেগমের পরিবারের দুজন মারা যান। আজ সকাল সাড়ে নয়টায় ষোলশহর স্টেশনের আইডব্লিউ কলোনিতে
ছবি: জুয়েল শীল

সাত মাস বয়সী মেয়ে জান্নাতকে নিয়ে আহ্লাদের যেন শেষ ছিল না বাবা আবদুল আউয়ালের। চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনের চা-দোকান করে সংসার চালাতেন। ব্যস্ত জায়গাটায় সারা দিন ‘কাস্টমারের’ ভিড়। দোকান খুলতে হতো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। আর কর্মব্যস্ততা শুরুর সেই সময়টায়ও আউয়াল জান্নাতকে নিয়ে হাজির হতেন দোকানে। মেয়েকে দোকানে বসিয়ে চায়ের সরঞ্জাম সাজাতেন, চুলা জ্বালাতেন। এলাকার লোকজনও জানতেন, ‘কলিজার টুকরা’ মেয়েটাকে বাবা কখনো চোখের আড়াল করতে চাইতেন না। আর শেষ যাত্রায়ও মেয়েটাই সঙ্গী হলো তাঁর।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ বাদ গেলেও ব্রিকসের সম্প্রসারণ যে বার্তা দিচ্ছে

ব্রিকসের সদস্যদেশের নেতারা। গত বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে
রয়টার্স

জোহানেসবার্গ সম্মেলনের আগে ব্রিকসের সম্প্রসারণে অনিশ্চয়তা থাকলেও এই শীর্ষ বৈঠকেই পাঁচ জাতির এই জোট শেষ পর্যন্ত নতুন সদস্য বাছাইয়ের ব্যাপারে একমত হয়েছে। ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী বছর ব্রিকস জোটে যোগ দিতে। ফলে ব্রিকস হবে ১১টি দেশের জোট, যাদের থাকবে বিপুল জনসংখ্যা, দ্রুত বিকাশমান অর্থনীতি এবং জ্বালানি তেলের বিশাল ভান্ডার। বিস্তারিত পড়ুন...

ভারতে সহপাঠীদের মুসলিম শিশুকে চড় মারতে নির্দেশ: লজ্জিত নন সেই শিক্ষিকা

মুসলিম শিশুকে সহপাঠীদের চড় মারার নির্দেশ দেওয়া শিক্ষক তৃপ্তি ত্যাগী
ছবি: এএনআই

ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলে শিক্ষার্থীদের তাদের মুসলিম সহপাঠীকে চড় মারার নির্দেশ দেওয়া সেই শিক্ষিকা তৃপ্তি ত্যাগী বলেছেন, তাঁর আচরণের জন্য তিনি লজ্জিত নন। তিনি বলেন, তাঁরা আইন বানিয়েছেন। তবে স্কুলে শিশুদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাঁরা এভাবেই শিশুদের নিয়ন্ত্রণ করেন। বিস্তারিত পড়ুন....

বাধ্য হয়ে ৯০ ভাগ অভিনয়শিল্পী মুখ বুজে অপমান সহ্য করে শুটিং করে যাচ্ছেন

মাজনুন মিজান
শিল্পীর সৌজন্যে

সবশেষ তাঁকে ‘আমরা আমরাই’ ধারাবাহিক নাটকে দেখা গেছে। এ ছাড়া ‘স্বীকার’ নামে একটি টেলিভিশন শোতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে খুবই কম কাজে দেখা যাচ্ছে অভিনয়শিল্পী মাজনুন মিজানকে। কেন হঠাৎ নিয়মিত অভিনয় থেকে কিছুটা দূরে সরলেন? আলাপচারিতায় উঠে আসে তাঁর অভিনয়জীবনের নানা প্রসঙ্গ। বিস্তারিত পড়ুন...