সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৫ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

মায়ের জন্য কাঁদছিল শিশুটি, অপহরণকারী ভেবে বাবাকে পেটালেন জনতা

গণপিটুনি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগরপাড়ার সোহেল মিয়ার (৩০) সঙ্গে প্রতিবেশী সাবিনা আক্তারের (২৫) বিয়ে হয়েছে ১০ বছর আগে। এই দম্পতির তিন সন্তান। কিছুদিন আগে সোহেলকে তালাক দেন সাবিনা। সন্তান রয়ে যায় বাবার কাছে। তিন বছর বয়সী রাইসা মায়ের কাছে যেতে অস্থির। বিস্তারিত পড়ুন...

ডিসি হিলের ঘটনায় মামলা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের

চট্টগ্রাম নগরের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চ ভাঙচুর করে একদল লোক। গতকাল সন্ধ্যায়
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার ভোরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

সবাই ভয়ে পালিয়েছে, ভারতের নন্দনগরে অবশিষ্ট এক মুসলিম পরিবারের টিকে থাকার লড়াই

উত্তর ভারতের প্রত্যন্ত শহর নন্দনগরের একমাত্র ড্রাই ক্লিনার ছিলেন আহমেদ হাসান। একসময় তাঁর কাছে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের গ্রাহকই আসতেন। কিন্তু এখন গ্রাহক পাওয়ার জন্য তাঁকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে
ছবি: আল–জাজিরার ওয়েবসাইট থেকে স্ক্রিনশট

নন্দাকিনী নদীর তীরে রোজ সকাল আটটায় নিজের ড্রাই ক্লিনিংয়ের দোকানের বাদামি শাটার খুলে কাজ শুরু করেন আহমেদ হাসান। উত্তর ভারতের হিমালয় অঞ্চলের উত্তরাখন্ড রাজ্যের নন্দনগরে বংশপরম্পরায় বসবাস করে আসছেন তিনি। বিস্তারিত পড়ুন...

ড্রোন প্রদর্শনীতে ফুটে উঠল শোষণের খাঁচা ভেঙে জুলাই অভ্যুত্থান

দুই হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে শহীদ আবু সাঈদের দাঁড়িয়ে যাওয়া সেই দৃশ্য ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। ঢাকা, ১৪ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ

ড্রোন শোর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ ড্রোন শো প্রদর্শন করা হয়। বিস্তারিত পড়ুন...

চীনের আগমনে বাংলাদেশের পানিসম্পদ নিয়ে নতুন দৃশ্যপট

ব্রহ্মপুত্রের ওপর চীনের জলবিদ্যুৎ প্রকল্প হবে তাদের সবচাইতে ব্যয়বহুল প্রকল্প
ছবি: রয়টার্স

চীন ও ভারতের সঙ্গে বোঝাপড়া করে বাংলাদেশের ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণের প্রচেষ্টা এ অঞ্চলের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির ভারসাম্য রক্ষার কৌশলকেই তুলে ধরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৬-২৯ মার্চ চীনে চার দিনের এক গুরুত্বপূর্ণ সফরে যান। লক্ষণীয় যে এ বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। বিস্তারিত পড়ুন...