ঢাকাসহ চার শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পেছানো হয়েছে

গত ২৭ মার্চ সংবাদ সম্মেলন করে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের ঘোষণা দেয় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ফাইল ছবি: প্রথম আলো

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে ‘স্বাধীনতা কনসার্ট’। আয়োজক প্রতিষ্ঠান ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ রাজধানী ঢাকাসহ চারটি শহরে একযোগে অনুষ্ঠেয় কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। সেই সঙ্গে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, পূর্বনির্ধারিত কনসার্টটি এক দিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) করার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশনটি।

আরও পড়ুন

উল্লেখ৵, মহান স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদ্‌যাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ১১ এপ্রিল রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পাশাপাশি বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় পৃথক ভেন্যুতে এ কনসার্ট হওয়ার কথা ছিল।

আরও পড়ুন