ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক অপসারণে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের প্রত্যাহার চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে ঢাকা আইনজীবী সমিতি।
গতকাল বুধবার ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ঢাকা বারের পক্ষে লিখিতভাবে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সদস্য ৩১ হাজার ৩৫৯ জন। সম্প্রতি যোগদানরত ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম প্রতিনিয়ত জুনিয়র আইনজীবীদের মামলার শুনানিতে তুচ্ছতাচ্ছিল্য করেন, অবিচারিকসুলভ ও অযাচিত মন্তব্য করেন।
এ বিষয় সাধারণ আইনজীবীদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত অঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ৯ ফেব্রুয়ারি প্রতিনিধি পাঠিয়ে ঢাকা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই বিচারকের সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করা হয়।
কিন্তু বিচারক ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করেননি। ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের ২ জন ঊধ্বর্তন কর্মকর্তার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য নিয়ে তিনি এজলাসে বসেন।
আবেদনে আরও বলা হয়েছে, ওই দিন বিচারক ঢাকা বারের কর্মকর্তাদের পুলিশ দিয়ে এজলাস থেকে বের করে দেন। এসবের জন্য বিচারক নূরে আলমকে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান ঢাকা বারের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
বিচারকের অপসারণ চেয়ে গত মঙ্গলবার থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জন করে আসছেন সাধারণ আইনজীবীরা। ওই দিনই আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ঢাকা বার।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারকাজ স্থবির হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজাহারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।