শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের অর্থনীতিতে ইতিমধ্যেই নানা প্রভাব পড়তে শুরু করেছে। এর নানামুখী প্রতিক্রিয়া নিয়ে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রের একাধিক প্রতিবেদন হয়েছে আজ। এর মধ্যে তেলের দাম কমা এবং বাংলাদেশের এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদনটি করা প্রতিবেদনটিতে পাঠকের সাড়া মিলেছে ভালো।
দেশের বিশিষ্টজনেরা শুল্ক আরোপের ফলে অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেছেন রাজধানীর এক অনুষ্ঠানে।
এ ছাড়া জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
গত কয়েক বছরে জ্বালানি তেলের দামে বড় রকমের উত্থান-পতন দেখেছে বিশ্ব। করোনা মহামারির প্রভাবে তেলের দাম ব্যাপকভাবে কমে যায়। ২০২০ সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের (ব্রেন্ট ক্রুড ওয়েল) দাম ছিল গড়ে ৪২ মার্কিন ডলার। আরও পড়ুন...
যারা বিশ্বায়ন শুরু করেছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র, সেই তারা আজ বিশ্বায়ন ব্যবস্থা ফেলে দিচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশসহ অন্যদের টিকে থাকতে হবে। এত দিন বিশ্বব্যবস্থা একভাবে চলেছে; এখন বিশ্বব্যবস্থা আরেকভাবে চলবে বলে মন্তব্য করেন রেহমান সোবহান। আরও পড়ুন...
ট্রাম্পের সমর্থক ধনকুবের বিনিয়োগকারী বিল অকম্যান গত রোববার সতর্ক করে বলেছেন, নতুন শুল্ক আরোপ নিয়ে সামনে অগ্রসর হলে সেটা অর্থনৈতিকভাবে পরমাণু যুদ্ধ শুরু করার শামিল হবে। আরও পড়ুন...
হ্যাঁ, সব মিলিয়ে ম্যাচ হয়েছে মাত্র ৪টি। প্রথম পর্বেই ম্যাচ বাকি ১০টি। বলতে পারেন, এরই মধ্যে সিদ্ধান্তে আসা কঠিনই! তবে শুরুর ঝলকে বেঙ্গালুরু বুঝিয়ে দিয়েছে ‘প্রথাগত পারফরম্যান্স’ আর নয়। ১৮ বারের চেষ্টাতে দল হিসেবে খেলেই প্রথমবার শিরোপা জিততে চায় বিরাট কোহলির বেঙ্গালুরু। আরও পড়ুন...
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাভিস লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পর আমি আর মুগ্ধ স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আরও পড়ুন...