সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ মার্চ, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আবরার হত্যার আসামি পালানোর ছয় মাস পর কেন জানানো হলো বোধগম্য নয়, বললেন ছোট ভাই

রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানান আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ ও ছোট ভাই আবরার ফাইয়াজ। আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টে অ্যানেক্স ভবনের সামনে
ছবি: তানভীর আহাম্মেদ

আবরার ফাহাদ হত্যার রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর ছোট ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। যত দ্রুত সম্ভব রায় বাস্তবায়ন করে এটিকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার জন্য আদালতের প্রতি অনুরোধ জানান তিনি। বিস্তারিত পড়ুন...

৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকার সাত কলেজ

ঢাকার সরকারি সাত কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে, সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে।
বিস্তারিত পড়ুন...

যেভাবে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণ-অভ্যুত্থানের সূচনালগ্ন থেকেই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু বইটি তাঁর সেই আন্দোলনকালের স্মৃতিকথা। বইটির কিছু চুম্বক অংশ প্রথম আলোর পাঠকদের জন্য দুই পর্বে প্রকাশ করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টা

ছবি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়– বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক অনিন্দিতা দত্তকে আজ রোববার দুপুরে একদল মানুষ হেনস্তা করার চেষ্টা করেছে। বিস্তারিত পড়ুন...

‘নিষিদ্ধ’ নাসির কি ফিরছেন ক্রিকেটে

৭ এপ্রিল নাসিরের নিষেধাজ্ঞা শেষ হবে
ফেসবুক

ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। বিস্তারিত পড়ুন...