যাঁরা ইংরেজিতে কথা বলতে পারদর্শী ও যোগাযোগে দক্ষ, বর্তমান চাকরির বাজারে তাঁদের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং জানা ব্যক্তিদের চাকরি খুঁজতে হবে না, চাকরিদাতারাই তাঁদের খুঁজে নেবে।
আজ শনিবার ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে বন্ধুসভার বন্ধুদের জন্য আয়োজিত যোগাযোগ দক্ষতা ও ডিজিটাল মার্কেটিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। ইউএনডিপির ফিউচারন্যাশন প্রকল্পের আওতায় এটি হচ্ছে। প্রকল্পটিতে সহযোগিতা করছে গ্রামীণফোন। এতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।
প্রকল্পের আওতায় কোর্সটিতে নিবন্ধন করলেই বৃত্তি হিসেবে বন্ধুরা ব্রিটিশ কাউন্সিলের মডিউলে তৈরি কোর্সটি এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু, সি ওয়ান লেভেল পর্যন্ত পাঁচটি ধাপে শেষ করতে পারবেন। প্রতিটি ধাপ শেষে আলাদা সার্টিফিকেট দেওয়া হবে। সি ওয়ান লেভেল আইইএলটিএসের সমতুল্য। আর ডিজিটাল মার্কেটিং কোর্সটি বন্ধুসভার মাধ্যমেই শুরু হচ্ছে। কোর্স সমাপ্তকারীদের সিভি ফিউচারন্যাশনের মাধ্যমে ৭০-এর অধিক প্রতিষ্ঠানের কাছে চলে যাবে।
বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ কোর্স এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রেজেন্টেশন দেন ইউএনডিপি কর্মকর্তা নিশিতা সানাউল। শুভেচ্ছা বক্তব্যে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘নিজে যোগ্য হয়ে গড়ে না উঠলে দেশের জন্য কাজ করা যাবে না। বন্ধুদের যোগ্য করে গড়ে তুলতেই এ উদ্যোগ।’
ইউএনডিপির প্রাইভেট সেক্টর পার্টনারশিপ স্পেশালিস্ট দেবাশীষ রায় বলেন, ‘আমাদের লক্ষ্য ১ মিলিয়ন (১০ লাখ) তরুণের দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ তৈরি করা। এর মধ্যে বন্ধুসভার লক্ষাধিক সদস্যকেও যুক্ত করতে চাই।’
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আপনাদের যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। তাহলেই আপনাদের মাধ্যমে দেশ আলোকিত হবে।’
শুরুতে কেবল ইংরেজি কোর্সের পরিকল্পনা থাকলেও এখন ডিজিটাল মার্কেটিং যুক্ত হলো। আগামীতে আরও সুযোগ তৈরি হবে জানিয়ে ইউএনডিপির হেড অব কমিউনিকেশনস আবদুল কাইয়ুম বলেন, দেশের জন্য কাজ করতে হলে সবার আগে লাগবে যোগাযোগ দক্ষতা।
বন্ধুদের উদ্দেশে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘পৃথিবীতে ভালোভাবে বাঁচতে হলে যোগাযোগ দক্ষতা ও ডিজিটাল মার্কেটিং শেখাটা জরুরি। এই দুটি প্রয়োজনীয় জিনিসই দিচ্ছি আমরা। এটা চমৎকার একটি সুযোগ, কাজে লাগাতে হবে।’
অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট।