গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলা: আইএসপিআর

আইএসপিআর

গোপালগঞ্জে বিক্ষোভকারীদের হামলায় টহলরত ৯ জন সেনাসদস্য আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় শনিবার বিকেল বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর টহল দলের ওপর ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। এতে তিনজন সেনা কর্মকর্তা, একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচজন সেনাসদস্য আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।