‘খ্যাপ’ কমাতে মোটরসাইকেল চালকদের জন্য উবারের সাবস্ক্রিপশন চালু
অ্যাপের বাইরে চুক্তিতে যাতায়াত বা ‘খ্যাপের’ সংখ্যা কমাতে মোটরসাইকেলচালকদের জন্য সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করেছে উবার। তাদের আশা, এতে যাত্রীদের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে। সেই সঙ্গে চালকদের অফলাইন ট্রিপ বা চুক্তিতে চলাচল কমে আসবে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে আজ থেকে উবার মটো চালকেরা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান থেকে নিজেদের পছন্দমতো প্ল্যান বেছে নিতে পারবেন।
সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উবারের হালনাগাদ অ্যাপে চালকদের জন্য নতুন সাবস্ক্রিপশন সুবিধা পাওয়া যাবে। দৈনিক, তিন দিনসহ বিভিন্ন মেয়াদে সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। সাবস্ক্রিপশনের মেয়াদ থাকার সময় চালকেরা আনলিমিটেড বা সীমাহীন অফার ও ট্রিপ উপভোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উবার জানিয়েছে, সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিলে চালকেরা প্রতিটি ট্রিপেই শূন্য শতাংশ সার্ভিস ফি উপভোগ করতে পারবেন।
উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব সিটি অপারেশনস অভিষেক পাধ্যয় বলেন, অফলাইন ট্রিপের সঙ্গে নিরাপত্তার ঝুঁকি জড়িত। তাই এ সাবস্ক্রিপশন পদ্ধতি যাত্রী ও চালক উভয়কেই সুবিধা দেবে।