২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মিয়া আরেফি
ছবি: সংগৃহীত

অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়াল শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানার মামলায় গ্রেপ্তার মিয়া আরেফিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভার্চ্যুয়ালি আদালতের সামনে উপস্থাপন করে। এরপর তাঁর পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার এ মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

আরও পড়ুন

গত ২৮ অক্টোবর সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপর জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে বিএনপির নেতা ইশরাক হোসেন ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী উপস্থিত ছিলেন।

পরদিন বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে আটক করে পুলিশ। ওই দিনই ‘মিথ্যা পরিচয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের’ অভিযোগে মিয়া আরেফি, চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপির নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি।

আরও পড়ুন