সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ছয় মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন সমাদ্দারের আশ্রমে, পেটে কাটা দাগ

মিল্টন সমাদ্দারের আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার হওয়া মো. সেলিম। তাঁর পেটে কাটা দাগ দেখে চিন্তিত স্বজনেরা। গতকাল শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জের বৃ-পাঁচাশি গ্রামে
ছবি: প্রথম আলো

প্রায় ছয় মাস আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন মো. সেলিম (৪০)। রাজধানীর মিরপুরে মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রয়কেন্দ্র থেকে তাঁকে উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। সেলিম ঈশ্বরগঞ্জ উপজেলার বৃ-পাঁচাশি গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে।
বিস্তারিত পড়ুন...

তুরস্ক কিনেছে বিপুল সোনা, আরও যেসব কারণে বেড়েই চলেছে সোনার দাম

সোনা
ফাইল ছবি রয়টার্স

বিশ্ববাজারে গত মাসে সোনার দাম আকাশ ছুঁয়েছিল। তবে এরপর দাম কিছুটা কমেছে এই মূল্যবান ধাতুর। গত সপ্তাহে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৩০০ ডলারে, যা চলতি বছরের প্রথম দিনের দামের তুলনায় ১২ শতাংশ বেশি। অর্থাৎ দাম এখনো গত বছরের তুলনায় অনেক বেশি। বিস্তারিত পড়ুন...

পতঞ্জলি নিয়ে ভালোই বিপদে পড়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব

বাবা রামদেব
ফাইল ছবি

ভারতের যোগব্যায়ামের জনপ্রিয় গুরু বাবা রামদেবের বিশ্বজুড়ে লাখো ভক্ত রয়েছে। পাশাপাশি তাঁর রয়েছে আয়ুর্বেদিক ওষুধের প্রতিষ্ঠান পতঞ্জলি। প্রতিষ্ঠানটির দাবি, সব ধরনের গুরুতর অসুখ ‘সারিয়ে’ দিতে পারে তাদের ওষুধ। তাদের ওই প্রচারের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) অভিযোগ তুলেছে, পতঞ্জলি ওষুধের বিজ্ঞাপনে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বিষয়টি আদালতে গড়ায়। ক্ষমা চাইতে হয়েছে রামদেবকে। আর এর মধ্য দিয়ে যোগব্যায়ামের গুরুর ভাবমূর্তি বেশ নড়বড়ে হয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...

আল–জাজিরা বন্ধ ও টিকটক নিষিদ্ধ করার পেছনে কি একটাই কারণ

আলজাজিরা ও টিকটকের লোগো

এপ্রিল মাসে ইসরায়েলের পার্লামেন্টে যখন আল–জাজিরা নিষিদ্ধের উদ্যোগ চলছিল, তখন হোয়াইট হাউস খুব ‘সঠিকভাবেই’ বলেছিল, এতে তারা ‘উদ্বিগ্ন’। গত রোববার ইসরায়েল আল–জাজিরার সম্প্রচার বন্ধ করে দেয়। দ্য ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ইসরায়েলের এ পদক্ষেপকে বলেছে, ‘গণতন্ত্রের জন্য অন্ধকার একটি দিন’।
বিস্তারিত পড়ুন...

খেলায় চলছে জুয়ার বিজ্ঞাপন, দেখেও দেখছে না কেউ

টেলিভিশনে খেলা দেখা যেন এখন আর শুধু খেলা দেখাই নয়, সঙ্গে বাজি ধরার চটকদার বিজ্ঞাপন দেখাও! চাইলে খেলা দেখতে দেখতেই কেউ একটা ম্যাচ বা ম্যাচের কোনো অংশ নিয়ে বাজি ধরে ফেলতে পারেন। বাজি মানে জুয়া বা বেটিং।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন