কোনো সংস্কৃতি অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়। এটি কেবল ভিন্নতা।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (আইসেস্কো) ৫৪টি সদস্যদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রীদের সম্মেলনে তিনি এ কথা বলেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপদেষ্টা সংস্থাটির সক্রিয় থাকার ওপর জোর দেন। তিনি মনে করেন, এর ফলে সদস্যদেশগুলোর সংস্কৃতিকে বিশ্বের সামনে সর্বোত্তমভাবে উপস্থাপন করা যাবে।
মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, সদস্যদেশগুলোর মধ্যে আরও কার্যকর ও সম্পৃক্ত সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন, যা প্রতিটি সদস্যরাষ্ট্রে একটি গতিশীল, সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি-শিল্প গঠনে সহায়তা করবে।
বক্তব্যের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানকে বাস্তবে রূপ দেওয়া বীর বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপদেষ্টা ফারুকী।
সৌদি যুবরাজ বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সৌদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মোরান্তিনোসসহ আরও অনেকে বক্তব্য দেন। সম্মেলনটি ১৩ ফেব্রুয়ারি শেষ হবে।
বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের তথ্য অনুযায়ী, ওআইসির সদস্যভুক্ত দেশগুলো নিয়ে ১৯৭৯ সালের ৩ মে আইসেস্কো প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মরক্কোর রাবাতে। ৫৪ সদস্যভুক্ত আইসেস্কো, ইসলামি বিশ্বের সর্ববৃহৎ সংস্থা, যা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করে। বাংলাদেশ ১৯৮২ সালে আইসেস্কোর সদস্যপদ লাভ করে।