২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

‘পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪’–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে পিএইচএ ও প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তি পাওয়া অদম্য মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেনসহ অতিথিরা। শুক্রবার ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারেছবি: প্রথম আলো

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘মন্ত্রী হওয়ার পর আমার একটাই লক্ষ্য, আমি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা সুন্দরভাবে পৌঁছে দিতে চাই। স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক হলে চিকিৎসাসেবা কোনো দিনই উন্নত হবে না। আমরা স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ শুরু করেছি।’ তিনি বলেন, ‘আমি প্রান্তিক এলাকা থেকে উঠে এসেছি, তাই স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তিটা আমি বুঝি। আমি এ বিষয়গুলো নিয়ে বিশেষভাবে কাজ করব।’

শুক্রবার সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪’–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এসব কথা বলেন। তিনি বলেন, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে স্বাস্থ্যসেবার উন্নতির জন্য এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির বিনিময় কর্মসূচির মতো উদ্যোগগুলো শুধু আন্তসাংস্কৃতিক শিক্ষাকে উৎসাহিত করবে না, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সম্মিলিত অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশে এই প্রথমবারের মতো পিএইচএ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়াতেই এই প্রথম। পিএইচএ গ্লোবাল সামিটে দুই হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিকেল শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বক্তা হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫০ জন চিকিৎসাবিজ্ঞানী এবং দেশের ১০০ জনের বেশি খ্যাতিমান চিকিৎসাবিশেষজ্ঞ। ৯ দিনের সম্মেলনে থাকছে ৩০টির বেশি কোর্স ও বৈজ্ঞানিক সেশন। সম্মেলনে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস, লন্ডন; রয়েল কলেজ অব ফিজিশিয়ানস, এডিনবরা; রয়েল কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আমেরিকান কলেজ অব কার্ডিওলজির প্রেসিডেন্টরা উপস্থিত হয়েছেন। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনের এই সম্মেলনের পঞ্চম দিন শুক্রবার সকাল থেকে বৈজ্ঞানিক সেশনে ‘মাস্টার ক্লাস ইন লিভার ট্রান্সপ্ল্যান্ট’ কোর্স ছয়টি ধাপে সম্পন্ন হয়। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

পিএইচএর চেয়ারপারসন চিকিৎসক তাসবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবির, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বিসিপিএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মোহাম্মদ ফয়জুর রহমান, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পিএইচএর ট্রাস্টি ডা. বাশার এম আতিকুজ্জামান, ডা. মো. জাকের উল্লাহ, ডা. চৌধুরী এইচ আহসান, ডা. শাকিল ফরিদ ও ওমর শরীফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিএইচএর ট্রাস্টি ডা. নাসির খান।

পিএইচএ গত বছর থেকে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে পাঁচজন অদম্য মেধাবী মেডিকেল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া শুরু করেছে। অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির সনদ তুলে দেওয়া হয়। সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ বায়েজিদ সরকার ও সজীব মিয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পলাশ হোসেন, পাবনা মেডিকেল কলেজের তাহসিন আহমেদ আলভী এবং রংপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের মাহবুব আলম।

অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা-উপবৃত্তি দেওয়া। প্রথম আলো ট্রাস্ট থেকে গত বছর পর্যন্ত ১ হাজার ৩০০ জন অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়েছে।

এদিকে ২০২৩ সালে শিক্ষা, চিকিৎসাশাস্ত্রে, স্বাস্থ্যসেবা তথা জনস্বার্থে বিশেষ অবদানের জন্য আটজন চিকিৎসককে অনারারি ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস। অনারারি ফেলোশিপ পাওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকেরা হলেন সারাহ ক্যাথরিন ক্লার্ক, অধ্যাপক টিমোথি গ্রাহাম, রানী ঠাকুর, ফ্রাজ মীর, রোয়ান বার্নস্টেইন, অধ্যাপক ডেভিড ট্যাগার্ট, জগৎ নরুলা ও সার্জিও লারাচ।