যুক্তরাষ্ট্রে অধ্যাপক নুরুল ইসলামের দাফন আজ

অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম ( ১৯২৯—২০২৩)
ছবি: প্রথম আলো

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, প্রথিতযশা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের জানাজা ও দাফন হবে আজ বুধবার (১০ মে)। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে স্থানীয় সময় বাদ জোহর স্থানীয় একটি মসজিদে তাঁর জানাজা হবে। পরে সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে।  

ওয়াশিংটনের স্থানীয় সময় গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে দেশের অধ্যাপক নুরুল ইসলাম (৯৪) মারা যান। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্র থেকে তাঁর পারিবারিক সূত্র জানায়, আজ স্থানীয় সময় বাদ জোহর সেখানকার ইসলামিক কমিউনিটি সেন্টারে নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক নুরুল ইসলাম মৃত্যুর আগপর্যন্ত খাদ্যনীতিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি পরামর্শক হিসেবে যোগ দেন।

বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে অর্থনীতিবিদ নুরুল ইসলামের নাম নিবিড়ভাবে জড়িয়ে আছে। স্বাধীনতার আগে ছয় দফা ও ১৯৭০ সালের নির্বাচনী ইশতেহার প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম পরামর্শদাতা। স্বাধীনতার পর দেশের প্রথম পরিকল্পনা কমিশনে নেতৃত্ব দিয়েছিলেন অধ্যাপক নুরুল ইসলাম।

সুদীর্ঘ কর্মজীবনে অধ্যাপক নুরুল ইসলাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থনীতি ও সামাজিক নীতি বিভাগের সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি আজকের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রথম চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেও অধ্যাপনা করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।