সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

আওয়ামী লীগ সমর্থক ৬১ জন আইনজীবী কারাগারে

আওয়ামী লীগপন্থী ৮৩ জন আইনজীবী আজ ঢাকা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাঁদের মধ্যে ৬১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
ছবি: দীপু মালাকার

সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৬১ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

আয়নাঘরে বোমাগুলোর সঙ্গে টাইমার সেট ছিল, তদন্তকারীদের হত্যার চেষ্টা হয়েছে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম
ফাইল ছবি

আয়নাঘরে যাঁরা তদন্ত করতে গেছেন, তাঁদের বোমা রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত কর্মকর্তারা তিনটি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন। গতকাল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর। আয়নাঘরে তদন্তকাজের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মইনউদ্দিন সড়ক ও সেতুর দায়িত্ব নিলেন

শেখ মইনউদ্দিন
ছবি: সংগৃহীত

সড়ক ও সেতু বিভাগ সামলানোর জন্য নিয়োগ দেওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন গতকাল সকালে মন্ত্রণালয়ে যোগদান করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই প্রকৌশলীকে গত ৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক

স্টারলিংক
ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট-সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বিকেলে রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এ তথ্য দেন। বিস্তারিত পড়ুন...

জাতীয় স্টেডিয়ামে হামজার ‘অভিষেক’ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

হামজা চৌধুরী
বাফুফে

২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। এর পর থেকে তাঁর ঘরের মাঠের অভিষেক নিয়ে আলোচনা। বাফুফের চাওয়া, জাতীয় স্টেডিয়ামেই হবে হামজার সেই অভিষেক। বিস্তারিত পড়ুন...