ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা মারা গেছেন ময়মনসিংহ ও খুলনা বিভাগে। এ নিয়ে ডিসেম্বরের ১৭ দিনে ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫১ জনের।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় ডেঙ্গুতে খুলনা বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৭৩ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৫১, ঢাকা বিভাগে ৪৯, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪৮, চট্টগ্রাম বিভাগে ৪০, খুলনা বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৭ ও সিলেট বিভাগের হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯ হাজার ২৯৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৯৭ হাজার ২১১ জন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছে ৩৮৪ জন। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা যান গত নভেম্বরে, ১৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ হাজার ৯২০ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১৮ হাজার ৩১৬ জন ভর্তি হয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ৫৪৬ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অপর দিকে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩১ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০১ জনের ও বরিশালে ৫৮ জনের।