আ.লীগ নেতা মায়া ও বিজিবির সাবেক ডিজি সাফিনুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আদালতপ্রতীকী ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তাঁর স্ত্রী পারভীন চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলামের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এর বাইরে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাদেক খান, তাঁর স্ত্রী ফেরদৌসী খান এবং তাঁদের ছেলে ফাহিম সাদেক খানের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এসব আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তাঁর স্ত্রী পারভীন চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে তারা। আদালত শুনানি নিয়ে এই চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সাদেক খানের পরিবারের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য সাদেক খানের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে তাঁর স্ত্রীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁদের ছেলে ফাহিম সাদেকের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাদেক খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলোয় ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাদেক খান ও তাঁর স্ত্রী ফেরদৌসী খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

এ ছাড়া ৭ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৮ জানুয়ারি সাদেক খানের বিরুদ্ধে মামলা করে দুদক।