প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা ও আন্দোলনের দাবি বাস্তবায়নই উদ্দেশ্য: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আর আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার পর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাঁরা এই সরকারের মেয়াদ শেষ করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা আজ শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই সরকার যেহেতু গণ–অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি, সেগুলো আমাদের করতে হবে। সেটা যত দ্রুত সম্ভব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব। প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আর আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে আন্দোলনে যাঁরা হত্যার সঙ্গে জড়িত, তাঁর বিচার ও শাস্তি নিশ্চিত করাটাই তাঁদের প্রথম দায়িত্ব থাকবে। পাশাপাশি আহত অনেকেই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তাঁদের চিকিৎসা নিশ্চিত করা ও রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। যেসব দাবি নিয়ে এই আন্দোলন করা হয়েছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোর হল দখলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দীর্ঘ পাঁচ-ছয় বছর ক্যাম্পাসে সেগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। এখন যেহেতু আমরা সরকারে, সেগুলো সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব।’