সাবেক পররাষ্ট্রমন্ত্রীর শ্বশুরবাড়ি থেকে সরকারি গাছ জব্দ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের শ্বশুরবাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে সরকারি গাছ জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ এ গাছগুলো হাছান মাহমুদের শ্বশুরবাড়ি সুন্দরপুর ইউনিয়নের মাস্টারবাড়ি থেকে জব্দ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্ট সরকার পতনের আগে হাছান মাহমুদের শ্যালক জসিম উদ্দিন, মুহাম্মদ আজিজ ও হেলাল উদ্দিন প্রভাব খাটিয়ে স্থানীয় মান্নান চেয়ারম্যান বাড়ি সড়ক থেকে ১০ লাখ (আনুমানিক) টাকা মূল্যের আকাশমণিসহ কয়েক প্রজাতির গাছ কেটে বাড়ির নানা আসবাব তৈরি করেন। বাকি গাছ বিক্রির জন্য এক জায়গায় স্তূপ করে রাখেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় গাছগুলো তাঁরা বিক্রি করতে পারেননি।
ফটিকছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘এলজিইডির একটি সড়কের গাছ প্রভাব খাটিয়ে কাটা হয়। খবর পেয়ে আমরা গাছগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গাছগুলো পরিমাপ করে নিলামে বিক্রি করা হবে এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
এদিকে প্রথম আলোর অনলাইনে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন হেলাল উদ্দিন। তিনি প্রতিবেদনে দেওয়া তথ্য সত্য নয় বলে দাবি করেন। প্রতিবাদলিপিতে তিনি বলেন, তাঁরা কখনো কোনো গাছ কাটেননি। ঝড়ে পড়ে যাওয়া গাছগুলো সংগ্রহ করে রাখেন। এই গাছগুলো বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে ব্যবহার করা হয়। কিছু গাছ এলাকার গরিব লোকজনকে দিয়ে দেন। তা ছাড়া তাঁরা কেউ দেশেই থাকেন না।