৭৪ সুপার নিউমারারি এসপিকে পদায়ন ও বদলি
সুপার নিউমারারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ৫০ জন কর্মকর্তাকে পুলিশ সুপার পদমর্যাদার বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুটি প্রজ্ঞাপনে তাঁদের পদায়নের কথা জানানো হয়। একটি প্রজ্ঞাপনে ৩১ জন এবং অন্য একটি প্রজ্ঞাপনে ১৯ জনকে বদলির তথ্য জানানো হয়। তাঁরা এসপি হিসেবে পদোন্নতি পেলেও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পদে কর্মরত ছিলেন।
আরেকটি প্রজ্ঞাপনে সুপার নিউমারারি এসপি হিসেবে পদোন্নতি পাওয়া ২৪ কর্মকর্তাকে আগের পদ অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পদেই বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।