২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কাতার থেকে ছবি পাঠিয়ে জিতলেন বিমান টিকিট

‘বিকাশ FANটাস্টিক বিশ্বকাপ’ বিশেষ ক্যাম্পেইনে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়ছবি: প্রথম আলো

কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ উপলক্ষে প্রথম আলো ডটকম আয়োজন করেছিল ‘বিকাশ FANটাস্টিক বিশ্বকাপ’ নামে বিশেষ ক্যাম্পেইন। কাতারে থাকা বাংলাদেশি ভক্তদের সুযোগ ছিল সরাসরি বিশ্বকাপের মাঠ থেকে মুঠোফোনে ধারণ করে শর্ট ভিডিও বা ছবি পাঠানোর। প্রতিদিনের বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে ছিল দুই হাজার টাকা আর একজন মেগা বিজয়ীর জন্য ছিল ‘কাতার-ঢাকা-কাতার’ বিমান টিকিট।

রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আজ রোববার আয়োজন করা হয় এই ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান। মেগা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এ সময় তিনি বলেন, ‘বিকাশ দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। করোনাকালে ঘরবন্দী মানুষের লেনদেনের অন্যতম মাধ্যম ছিল এটি। সব সময় তারা মানুষের পাশে থাকার এবং জনমানুষের সম্পৃক্ততায় নানা উদ্যোগ গ্রহণের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন। যাঁরা বিজয়ী হয়েছেন, সবাইকে অভিনন্দন। যিনি বিমান টিকিট জিতেছেন, তাঁর জন্য শুভকামনা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ওয়াইসুলকার নাঈম রোহান। তিনি বলেন, ‘কাতার ফুটবল বিশ্বকাপ–২০২২ উপলক্ষে সেখানে থাকা বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সম্পৃক্ত করতে আমরা এ আয়োজন করেছি। সরাসরি বিশ্বকাপ দেখার আনন্দকে বাড়িয়ে দিতে তাঁদের জন্য আমাদের এ ক্ষুদ্র উপহার। প্রথম আলোকে ধন্যবাদ আমাদের সঙ্গে রাখার জন্য। আশা করি, ভবিষ্যতেও এমন আয়োজন আমরা অব্যাহত রাখব।’

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে এটি অন্যতম। বিকাশ পাশে থাকলে আমরা এমন আয়োজন আগামী বিশ্বকাপ ফুটবলেও আমেরিকায় থাকা বাংলাদেশিদের নিয়ে করতে পারি।’

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের ডিজিটাল পারফরম্যান্স অফিসার মোহাম্মদ ফারহান এবং প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক রুহুল আমিন রনি, সহকারী ব্যবস্থাপক ভক্ত সাগর উর্মি নিতু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

প্রতিদিনের বিজয়ী হিসেবে বিচারকদের রায়ে মোট ১৫ জন নির্বাচিত হন। পুরস্কার হিসেবে দেশে থাকা তাঁদের প্রত্যেকের স্বজনকে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠানো হয়। বিজয়ীরা হলেন মো. জিহাদ, মো. সাজিদুল ইসলাম, আসলাম উদ্দিন, মো. আবুল কাসেম, মো. রাসেল মিয়া, মো. সৈয়দ আজাদ আলী, মো. মোবারক, আবদুল করীম, মুমিন আহমেদ, মান্নান, মো. নজরুল হোসাইন, মোহাম্মদ তারেক আবদুল্লাহ, আরিফ মণ্ডল, কৌশিকি বড়ুয়া ও মো. সাজিদ আহমেদ।

বিজয়ী ব্যক্তিদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে মেগা বিজয়ী নির্বাচিত হন কৌশিকি বড়ুয়া। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন বোন কঙ্কা বড়ুয়া। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে কাতার থেকে যুক্ত হন কৌশিকি বড়ুয়া। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবল চলাকালীন কাতার থেকে যখন ছবি পাঠাচ্ছিলাম, তখন কিন্তু ভাবিনি আমি মেগা বিজয়ী হব। এটি আমার জন্য অনেক আনন্দের। বিকাশ ও প্রথম আলোকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজন করার জন্য।’

উল্লেখ্য, ১ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে ১৪ হাজারের বেশি কাতারপ্রবাসী বাংলাদেশি অংশ নেন।