আনিসুল হক ও সাদেক খান আবার রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকফাইল ছবি

পৃথক দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।

এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে আজ সকাল সাড়ে আটটার পর তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার পৃথক দুটি হত্যা মামলায় আনিসুল হক ও সাদেক খানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।

আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

আদালত আনিসুল হককে তিন দিন এবং সাদেক খানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।

বিভিন্ন থানার মামলায় এর আগে আনিসুল হকের ৪৯ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে সাদেক খানেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।