ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে সরকারকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান উদীচীর

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর লোগোফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংস্কৃতিক গোষ্ঠীটি।

বৃহস্পতিবার উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে এই আহ্বান জানান। এতে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে গাজায় নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অমানবিকতা ও নৃশংসতার সব সীমা ছাড়িয়ে গেছে।’

উদীচীর নেতারা বলেন, ‘সাম্রাজ্যবাদী অপশক্তি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে কয়েক দশক আগে ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রটির কোনো বৈধতা নেই। বিশ্বের বেশির ভাগ দেশই ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও মার্কিন সাম্রাজ্যবাদ এবং এর দোসরদের সহযোগিতায় ইসরায়েল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের বেশির ভাগ ভূমি নিজেদের দখলে নিয়েছে। ফিলিস্তিনের জনগণের ওপর বহুবার নৃশংস হামলা চালিয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর কিছুদিন আগে যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত লঙ্ঘন করে আবার হামলা চালাচ্ছে ইসরায়েল, গত কয়েক দিনে যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।’

হাসপাতাল, শরণার্থীশিবির এবং বাড়িঘর থেকে শুরু করে কোনো স্থাপনাই ইসরায়েলের হামলা থেকে বাদ পড়ছে না উল্লেখ করে উদীচীর বিবৃতিতে বলা হয়, ‘তাদের হামলায় মারা যাচ্ছে নিরীহ শিশু ও নারী থেকে শুরু করে হাজারো মানুষ। প্রাণ বাঁচাতে ও শুশ্রূষার জন্য হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষের ওপর বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করতেও পিছপা হচ্ছে না অবৈধ রাষ্ট্রটি।’

উদীচীর নেতৃত্ব মনে করে, মূলত যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় বাংলাদেশের তাদের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তুলতে সচেষ্ট হওয়া উচিত। এ বিষয়ে দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।