রোহিঙ্গাদের তথ্য ভাগাভাগি হবে ইসির সঙ্গে

জাতীয় পরিচয়পত্রপ্রতীকী ছবি

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের তথ্য–উপাত্ত (ডেটা) ভাগাভাগি করার বিষয়ে একমত হয়েছে। কীভাবে, কোথায়, কখন এসব তথ্য ব্যবহার করা হবে, তা নিয়ে ইউএনএইচসিআরের সঙ্গে আরও আলোচনা হবে।

আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন এনাইডি অনুবিভাগের কর্মকর্তারা। বৈঠক শেষে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, কীভাবে ইসি ডেটা পেতে পারে, এ বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি দল গঠন করা হয়েছে। সেখানে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনএইচসিআরের প্রতিনিধি থাকছেন। সার্ভার কার কাছে থাকবে, এটি এখনো ঠিক হয়নি। তিনি বলেন, যত দ্রুত রোহিঙ্গাদের ডেটা পাওয়া যাবে, ইসির তত সুবিধা হবে। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে তখন আর কষ্ট হবে না। এ ছাড়া ইউএনএইচসিআরের ডেটার সঙ্গে মিলিয়ে দেখে যাদের শনাক্ত করা হবে তাদের এনআইডি ‘লক’ করে দেওয়া হবে।