ঢাকার দুই কলেজ ও মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি
সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে ঢাকা কলেজে ৩৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে ঢাকার শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজে ৭১ সদস্যের আংশিক কমিটি এবং মাগুরা জেলায় ১১২ সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল রোববার রাতে ঢাকা কলেজের কমিটির অনুমোদন দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। এর আগে ২৭ ডিসেম্বর তাঁরা শেখ বোরহানুদ্দীন কলেজের ও ২৬ ডিসেম্বর মাগুরা জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। প্রতিটি কমিটির মেয়াদ ছয় মাস।
এ নিয়ে দেশের ১৯টি জেলা, ৩টি মহানগর, ১টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ ও ১টি পলিটেকনিক ইনস্টিটিউটে কমিটি গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের কমিটিতে আফজাল হোসেনকে আহ্বায়ক, আমানুল্লাহ ফারাবিকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সজীব উদ্দীনকে সদস্যসচিব, আবু বকর সাঈমকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, ইমরান নাজিরকে মুখ্য সংগঠক এবং আশরাফুল ইসলাম হাফিজকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৫ জনকে সংগঠক এবং ৩২৬ জনকে সদস্য করা হয়েছে।
শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের আংশিক কমিটিতে সাইদুর রহমানকে আহ্বায়ক, নাজমুল হাসানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তালিব মাহমুদ সাদকে সদস্যসচিব, নাদিম খান নিলয়কে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, ওবায়েদ উল্যাহকে মুখ্য সংগঠক এবং মুদ্দাসির হোসেন মঈনকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ৬ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম সদস্যসচিব, ৫ জনকে সংগঠক এবং ৪৩ জনকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা কমিটিতে ইঞ্জিনিয়ার সেলিমকে আহ্বায়ক, মো. হুসাইনকে সদস্যসচিব, রাকিবুল ইসলামকে মুখ্য সংগঠক এবং সাদিয়া সুলতানাকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ২১ জনকে যুগ্ম সদস্যসচিব, ১০ জনকে সংগঠক এবং ৬৭ জনকে সদস্য করা হয়েছে।
মাগুরা ছাড়াও আরও ১৮টি জেলা কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিলেট, গাজীপুর ও গাইবান্ধা।
মহানগর পর্যায়ে কমিটি হয়েছে কুমিল্লা, রংপুর ও বরিশালে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমিটি হয়েছে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর বাইরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।