চট্টগ্রামে গণেশপূজার মণ্ডপে ভাঙচুর

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার সেবক কলোনিতে গণেশপূজার মণ্ডপে শনিবার সন্ধ্যায় ভাঙচুরের ঘটনা ঘটেছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজার সেবক কলোনিতে গণেশপূজার মণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তরা পূজামণ্ডপে ভাঙচুর চালায়।

সনাতন ধর্মাবলম্বীদের গণেশপূজা ছিল শনিবার। সন্ধ্যায় ফিরিঙ্গী বাজার সেবক কলোনিতে পূজামণ্ডপে গিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিত ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় গণেশের মূর্তি সামনে থাকা পূজার ঘট ও চেয়ার ভাঙচুর করা হয়।

ঘটনার প্রতিবাদে ওই এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ নারী–পুরুষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, সেবক কলোনির মণ্ডপে পূজার ভাঙা ঘট, চেয়ার–টেবিল পড়ে আছে। নতুন করে সেখানে আরেকটি ঘট বসানোর প্রস্তুতি চলছে।

এক নারী পূজারি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সন্ধ্যায় ৫০ থেকে ৬০ জনের একটা দল এসে ভাঙচুর করে। প্রতিমার ঘট ভেঙে দেয়। প্রতিমা লক্ষ্য করে পাথর ছুড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাদের বলে নতুন করে পূজা করতে। আমরা ভাঙা ঘট সরিয়ে নতুন করে পূজার আয়োজনের চেষ্টা করছি।’

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। সেনাসদস্যদের অন্তত চারটি দল মন্দিরের বাইরে পাহারা দিচ্ছে।

জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক সাজেদ কামাল প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। তাঁদের বলেছি পূজার বাকি কাজ সম্পন্ন করতে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।’