ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে উত্তেজনা, নিরাপদে সরানো হলো পুলিশ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন কোটা আন্দোলনকারীরা। আজ ৩ আগস্ট শনিবারছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাসভবনের সামনে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে থাকা অল্প কয়েকজন পুলিশ সদস্যকে সরে যেতে আন্দোলনকারীদেরই একটি অংশ সাহায্য করেন। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে কয়েক হাজার আন্দোলনকারীর একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছিল। নীলক্ষেত হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এলে আন্দোলনকারীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেন।

এ সময় কয়েকজন আন্দোলনকারী উপাচার্যের বাসভবনের সামনে থাকা পুলিশ সদস্যদের দিকে তেড়ে যান এবং পানির বোতল ছুড়তে থাকেন। তখন আন্দোলনকারীদেরই একটি অংশ মানবঢাল তৈরি করেন এবং পুলিশ সদস্যদের সরিয়ে যেতে সহযোগিতা করেন। ১০ মিনিটের মতো এ অবস্থা চলে।

এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহীদ মিনার চলে যান। তার কিছুক্ষণ পর উপাচার্যের বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য আসে।