মহানগর
শিখর ছুঁতে পারেন আপনিও
রোমাঞ্চপ্রিয় এখনকার তরুণ প্রজন্ম ঘুরতে ভালোবাসে। পাহাড়, জঙ্গল, নদী, সাগর—সব চষে বেড়াতে চায় মন। কেউ হাঁটা, কেউ দৌড়ানো, কেউবা সাইকেল চালনা, আবার কেউ কেউ পর্বতারোহণকে ধ্যানজ্ঞান হিসেবে বেছে নেন। আউটডোর অ্যাক্টিভিটির অন্যতম একটি হচ্ছে ক্লাইম্বিং তথা পর্বতারোহণ। দেশে হাতে গোনা দু–একটি ক্লাব শিশু–কিশোর, তরুণ–তরুণীদের পর্বতারোহণ, ট্রেকিং, ক্লাইম্বিংয়ের ওপর প্রশিক্ষণ দেয়। এর একটি ঢাকার রোপফোর, অপরটি চট্টগ্রামের ভার্টিক্যাল ড্রিমার্স।
রোপফোর
যাত্রা শুরু: ২০১৭ সাল থেকে
প্রতিযোগিতা: নিরাপদ ও প্রশিক্ষিত পর্বতারোহণকে জনপ্রিয় করতে ২০১৮ সাল থেকে ‘মিশন হিমালয়া’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করছে। ২০১৮, ২০১৯ ও ২০২২–এর সাফল্যের পর এখন এই আয়োজনের চতুর্থ পর্ব চলছে।
কী আছে আয়োজনে: আগ্রহীদের তিনটি ধাপে কঠোরভাবে পরীক্ষা–নিরীক্ষা করে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। যাদের বাছাই করা হয়, তাদের বৃত্তিমূলকভাবে হিমালয়ের সাড়ে ৫ হাজার মিটারের বেশি উচ্চতার পাহাড়ে অভিযানে নিয়ে যাওয়া হয়। এই ব্যয়ভার রোপফোর ও কিছু শুভাকাঙ্ক্ষী বহন করে।
ইকো–ট্যুরিজম: বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে ইকো-ট্যুরিজম স্থাপনা গড়ে তুলে পরিবেশে অবদান রাখছে রোপফোর। বাংলাদেশ বন বিভাগ এবং দাতা সংস্থার সহযোগিতায় ১১টি ভিন্ন স্থানে ক্যাম্পিং এবং আউটডোর কার্যক্রমের সুবিধা তৈরি করেছে। এর মধ্যে হাজারিখিল, মেধাকচ্ছপিয়া ও খাদিমনগর অভয়ারণ্য উল্লেখযোগ্য।
ক্লাইম্বিং ওয়াল: স্পোর্টস ক্লাইম্বিং খেলাটি দিন দিন জনপ্রিয় হচ্ছে। ২০২০ সালে এটি অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। অনুশীলনের সুবিধার্থে রোপফোর তাদের নিজস্ব অফিস কক্ষে একটি আন্তর্জাতিক মানের ক্লাইম্বিং হোল্ডসংবলিত ক্লাইম্বিং ওয়াল তৈরি করেছে, যা সবার জন্য উন্মুক্ত।
অ্যাডভেঞ্চার ক্যাম্প: স্কুলের ছোট্ট বন্ধুদের অ্যাডভেঞ্চারের সঙ্গে পরিচিত করতে স্কুল ক্যাম্পাসে নানা রকমের অ্যাক্টিভিটি নিয়ে অ্যাডভেঞ্চার ক্যাম্পের আয়োজন করে রোপফোর। যেখানে ছোট্ট বন্ধুরা রিভার ক্রসিং, জুমারিং, র৵াপলিং, ওয়াল ক্লাইম্বিং, ক্যাম্পিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটির সঙ্গে পরিচিত হতে পারে।
ঠিকানা: ২২৩/১ বি পূর্ব কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা–১২০৬
মোবাইল: ০১৭৫৫–৫০১৭৪৪, ০১৭১০–৯৩৫৫১১
ওয়েব ঠিকানা: www.rope4.com
ভার্টিক্যাল ড্রিমার্স
যাত্রা শুরু: চট্টগ্রামের পর্বতারোহণ-বিষয়ক ক্লাব এটি। ২০১৪ সালে এর যাত্রা শুরু।
প্রতিযোগিতা: পর্বতারোহীদের জন্য প্রশিক্ষণ, আড্ডা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে ক্লাবটি। তিনবার আয়োজন করা হয়েছে ক্লাইম্বিং নিয়ে প্রতিযোগিতা ‘ক্লাইম্বাথন বাংলাদেশ’।
কর্মশালা: পাহাড়ে উঠতে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পর্বতরোহণে কীভাবে দড়ির সাহায্য নেওয়া যায়, কয় ধরনের নট (গিট) দিলে দড়ি মজবুত হয় ইত্যাদি। আর এসব নিয়েই ২৩ আগস্ট দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ক্লাবটি।
কর্মশালায় যা থাকছে: র্যাপলিং ও জুমারিং ডেমো, র্যাপলিং ও জুমারিংয়ের প্র্যাকটিস সেশন, বেসিক রোপ নটস, রক টারমিনোলজি, বেসিক ফার্স্ট এইড, জিপ লাইন, লং স্লিং র৵াপলিং, ইতালিয়ান হিচ, ক্যারাবিনার টুইস্ট, সিঙ্গেল হ্যান্ড জুমারিং ও ডাবল হ্যান্ড জুমারিং।
মোবাইল: ০১৭১৭-১৪৮১৭৩
ফেসবুক পেজ: www.facebook.com/vertical.dreamers