২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শিক্ষকেরা সমাজ আলোকিত করেন, পথ দেখান

আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় প্রিয় শিক্ষক সম্মাননার মনোনয়ন ফরম
ছবি: প্রথম আলো

ইতিবাচক আর নেতিবাচক—এই দুই ভাগে ভাগ করা যায় বাংলাদেশকে। দেশ নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মিঠাপানির মাছ উৎপাদনে এ দেশ বিশ্বে চতুর্থ। ফল উৎপাদনেও চতুর্থ। এ দেশের মানুষ কোনো কিছু খুব দ্রুত শিখে ফেলে। এই ইতিবাচক দিক গড়ে তোলেন শিক্ষকেরা। তাঁরা পথ দেখান, সমাজ আলোকিত করেন।

‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আজ রোববার সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারি মিলনায়তনে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এ আয়োজনের শুরুতেই বড় পর্দায় ‘প্রিয় শিক্ষক সম্মাননা ফিরে দেখা’ প্রচার করা হয়। পরে শুরু হয় কথামালা। আর কথামালার মাঝে মাঝে ‘আলী নুর স্যার, আখতার স্যার ও মজুমদার স্যার’ শিরোনামে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ প্রামাণ্যচিত্র দেখে দর্শকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। পরে শিক্ষক নিয়ে স্মৃতিচারণা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার, শিক্ষাবিদ আনোয়ারা আলম, চুয়েটের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, শিক্ষক সামসুদ্দীন শিশির, সাংবাদিক ডেইজী মউদুদ, শিক্ষক সুমিত পালিত, ফ্যাশন ডিজাইনার রওশন আরা, ২০১৯ সালে চট্টগ্রাম থেকে সেরা শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষক লুৎফুন্নিছা খানম ও আইপিডিসি চট্টগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার অনির্বাণ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি শিহাব জিসান।

শিক্ষকতার মতো মহৎ পেশায় কেন আজকাল মেধাবীরা আসতে চান না, তার কারণ খুঁজতে বললেন বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, এ মনোভাবের কারণ খুঁজে বের করতে হবে। শিক্ষকতার পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে।

এখনো অনেক শিক্ষার্থী দেখলেই ছুটে এসে জড়িয়ে ধরেন শিক্ষাবিদ আনোয়ারা আলমকে। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভালোবাসা শিক্ষক হিসেবে আমার বড় পাওয়া। আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি।’

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার বলেন, অনেক শিক্ষকই নিজের গণ্ডি ছাড়িয়ে যান। ভাষাটা ভালোভাবে আয়ত্ত করেন। আবার অনেকেই নিজের গণ্ডি ছাড়াতে পারেন না। কিন্তু তারপরও শিক্ষকেরা নানা প্রতিবন্ধকতা পার হয়ে শিক্ষার্থীদের পড়ান। কিছু শেখাতে চেষ্টা করেন।

এ আয়োজনে আইপিডিসির সম্পৃক্ততা নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির চট্টগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার অনির্বাণ সরকার। তিনি বলেন, আইপিডিসি একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু এ প্রতিষ্ঠান সমাজের নানা ধরনের কল্যাণকর কর্মকাণ্ডে জড়িত। আইপিডিসি লোকসংগীত নিয়ে কাজ করে। প্রথম আলোর সঙ্গে প্রিয় শিক্ষক সম্মাননার কাজেও প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে।

পরে আয়োজকেরা আগত অতিথিদের হাতে প্রিয় শিক্ষক সম্মাননার মনোনয়ন ফরম তুলে দেন। আয়োজকেরা জানান, অনলাইনে (www.priyoshikkhok.com) নির্ধারিত ফরম পূরণ করে এ মনোনয়ন দেওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইট থেকে পিডিএফ ফরম ডাউনলোড করে তা পূরণের পর ডাকযোগেও মনোনয়ন পাঠানো যাবে। এ মনোনয়ন কার্যক্রম চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।