র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ

সুলতানা জেসমিন
ছবি: সংগৃহীত

নওগাঁয় আটকের পর র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন। তারা বলেছে, এ ঘটনা বিদ্যমান আইনের লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে খতিয়ে দেখে ন্যায়বিচারের দাবি করেছে সংগঠনগুলো। তাদের অভিমত, আগের ঘটনাগুলোর আইনগত প্রতিকার না হওয়ায় বারবার একই ঘটনা ঘটছে। আজ সোমবার এসব বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

গত বুধবার (২২ মার্চ ) সকালের দিকে নওগাঁ শহর থেকে সুলতানা জেসমিনকে আটক করা হয়। প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। আটকের পর মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে অসুস্থ হয়ে গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিন মারা গেছেন বলে র‌্যাব দাবি করেছে। কিন্তু স্বজনদের অভিযোগ, র‍্যাব হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় ২০টি মানবাধিকার সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) প্রতিবাদ জানিয়েছে। তারা বিবৃতি দিয়ে বলেছে, পরিবারের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে খতিয়ে দেখে ন্যায়বিচার নিশ্চিত করা দরকার। একই সঙ্গে মামলা দায়েরের আগে আটক, বেআইনি জিজ্ঞাসাবাদ ও পুলিশকে না জানানো সংবিধান, মানবাধিকারের মূলনীতি, উচ্চ আদালতের নির্দেশনা ও বিদ্যমান আইনের লঙ্ঘন। আর এটি ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ। এইচআরএফবির দাবি, তদন্ত চলাকালে অভিযুক্ত র‌্যাব কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, যাতে তাঁরা তদন্তকে কোনোভাবে প্রভাবিত করতে না পারেন।

সুলতানা জেসমিন মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে বলেছেন, মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, মস্তিষ্কে আঘাতের দাগসহ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সুলতানার মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেছে মহিলা পরিষদ।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বিবৃতিতে বলছে, সুলতানা জেসমিনের পরিবারের অভিযোগ গুরুতর। তবে এবারই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রায়ই নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠছে। আগের ঘটনাগুলোর আইনগত প্রতিকার না পাওয়া ও  বিচার না হওয়ায় এসব ঘটনা ঠেকানো যাচ্ছে না।

র‍্যাবের ‘হেফাজতে’ নারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে র‍্যাবের বিরুদ্ধে উত্থাপিত নির্যাতনের অভিযোগের বিষয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।