সারা বিশ্বের মতো ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস ঢাকায়ও পালিত হবে। তবে হাতিরঝিলে আগামী শুক্রবারের ভোরটা হবে একটু ব্যতিক্রমী। দৌড়কে ভালোবেসে দেশ–বিদেশের আড়াই হাজার মানুষ সেদিন রাস্তায় নামবে। বাংলাদেশসহ ১৫টি দেশের দৌড়বিদেরা অংশ নিচ্ছেন এবারের ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিমি ২০২৫’ প্রতিযোগিতায়।
রান বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার শুরুটা হবে ভোর পাঁচটায়। দৌড়বিদেরা ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষার জন্য দৌড়াবেন। এ জন্য এবারের স্লোগান হচ্ছে—‘রান টু সেভ ঢাকা’স হেরিটেজ’ বা ‘ঢাকার ঐতিহ্য রক্ষায় দৌড়’। সুস্থতার জয়গান গাইতে, সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং ঢাকার সমৃদ্ধ ঐতিহ্যকে উদ্যাপন করতে একত্র হবেন এই দৌড়বিদেরা।
প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস থেকে সনদপ্রাপ্ত এবং এআইএমএসের পূর্ণ সদস্যপদ লাভ করেছে। প্রথমবারের সাফল্যের পর রান বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এবারের আয়োজন করতে যাচ্ছে। এবারের প্রতিযোগিতার টাইটেল স্পনসর তুরাগ অ্যাকটিভ, কো-স্পনসর ক্লেমন আর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আছে প্রথম আলো।
এআইএমএস সার্টিফায়েড রেস ট্র্যাকে ২৫ কিলোমিটার, ১০ দশমিক ৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটারের তিনটি ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। প্রতিযোগিতায় অভিজ্ঞ দৌড়বিদ থেকে শুরু করে নতুন দৌড়প্রেমী সবার জন্য চমকপ্রদ এক অভিজ্ঞতা হবে।
রান বাংলাদেশের কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক সাজনান মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫–কে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে পারছি। এটি শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং ঢাকার সৌন্দর্য ও ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরার ও সংরক্ষণের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা সব স্তরের মানুষকে এই অনন্য দৌড়ের প্রতিযোগিতা দেখার আমন্ত্রণ জানাই।’
‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিমি ২০২৫’ প্রতিযোগিতার আগের দিন ১৩ ফেব্রুয়ারি রান বাংলাদেশ প্রথমবারের মতো ‘অ্যাথলেটস সামিট’–এর আয়োজন করেছে। বিকেল সাড়ে পাঁচটায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বিশেষ এই আয়োজনে দেশের বেশ কয়েকজন দৌড়বিদ, সাইক্লিস্ট, সাঁতারু, পর্বতারোহী, ডুয়াথলেট ও ট্রায়াথলেটকে সম্মাননা দেওয়া হবে।
এবারের প্রতিযোগিতায় রান বাংলাদেশ আরও কিছু স্পনসর ও পার্টনারদের সঙ্গে কাজ করছে। এগুলো হলো—ইলেকট্রোলাইট জুস পার্টনার তাকা ইলেকট্রোলাইট জুস, কফি পার্টনার আমা কফি, টি পার্টনার কাজী অ্যান্ড কাজী টি, স্বাস্থ্যসেবা পার্টনার ইউনাইটেড হাসপাতাল, মিডিয়া পার্টনার যমুনা টিভি, হসপিটালিটি পার্টনার বেজক্যাম্প, স্ট্র্যাটেজিক পার্টনার রোপ-৪, মিরপুর ফেন্সিং ক্লাব, কমিউনিটি এনগেজমেন্ট পার্টনার ভ্রমণকন্যা, ম্যাগাজিন পার্টনার আইস টুডে।