শহীদ দিবস উপলক্ষে স্কলাসটিকায় অনুষ্ঠিত হলো বইমেলা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইলিংশ মিডিয়াম স্কুল স্কলাসটিকার উত্তরা ও মিরপুর শাখায় বইমেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তরাতে সিনিয়র শাখায় মেলা চলে তিন দিন। আর মিরপুর শাখায় মেলা চলে দুই দিন।
গত মঙ্গলবার উত্তরা শাখায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে তিন দিনের বইমেলা শুরু হয়। শেষ হয় আজ বৃহস্পতিবার।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের বইপাঠে অনুপ্রাণিত করা, জ্ঞানের জগতে প্রবেশাধিকার বাড়ানো এবং সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে তাদের সৃজনশীল ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছরের মতো এবারও এই বইমেলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিসর বিস্তৃত করবে।’
অন্যদিকে গতকাল বুধবার মিরপুর শাখায় স্কু্লের শাখাপ্রধান ও অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা যৌথভাবে স্কুলের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নুরুন নাহার মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাদের সাহিত্যিক চেতনাকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
বইমেলায় দেশি-বিদেশি ভাষায় নানা বিষয়ের বই স্থান পেয়েছে। প্রথমা প্রকাশনের পাশাপাশি ইগনাইট, পিবিএস, ওয়েসিস ইন্টারন্যাশনাল, বুকশপ বিডি, আনন্দ পাবলিকেশনস, বুক ব্লিস, পপআপ বুকশপের স্টল পাঠকদের জন্য উন্মুক্ত ছিল।
মিরপুরে বইমেলার পাশাপাশি গল্প বলার আসরেরও আয়োজন ছিল। এতে শিশু-কিশোরদের গল্প শোনান ইগনাইট পাবলিকেশনসের লেখক ফাতেমা তুজ জোহারা ও অগোপোগো অ্যানিমেশন স্টুডিওর লেখক আসমা-উল হুসনা।