পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩৩ জন ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে এ জেড এম নাফিউল ইসলাম (এসবি, ঢাকা), মো. নিশারুল আরিফ (পুলিশ অধিদপ্তর, ঢাকা), মো. মনিরুল ইসলাম (এসবি, ঢাকা), মো. জামিল হাসান (হাইওয়ে পুলিশ, ঢাকা) ও মো. মাহবুবুর রহমানকে (ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেল) ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটে; ইমতিয়াজ আহমেদ (অতিরিক্ত মহাপরিচালক, র‍্যাব), মো. আব্দুল কুদ্দুস আমিন (এসবি, ঢাকা) ও মোহাম্মদ আবুল ফয়েজকে (শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা) ঢাকার নৌ পুলিশে; এ কে এম নাহিদুল ইসলামকে (সিআইডি, ঢাকা) ঢাকার পুলিশ টেলিকমে; আমেনা বেগম (এসবি, ঢাকা) ও মো. আজাদ মিয়াকে (শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা) হাইওয়ে পুলিশে; মো. মনির হোসেনকে (এসবি, ঢাকা) ঢাকার শিল্পাঞ্চল পুলিশে; মো. মনিরুজ্জামানকে (এসবি, ঢাকা) রাজশাহীর সারদায়; শ্যামল কুমার নাথ (সিআইডি, ঢাকা) ও এস এম মোস্তাক আহমেদ খানকে (ডিএমপি, ঢাকা) ঢাকার এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং মিরাজ উদ্দিন আহম্মেদকে (পিবিআই, ঢাকা) ঢাকার রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মোসলেহ উদ্দিন আহমেদ (টিডিএস, ঢাকা), আবু নাসের মোহাম্মদ খালেদ (পিটিসি, টাঙ্গাইল), মো. আকরাম হোসেন (টিঅ্যান্ডআইএম, ঢাকা), আতাউল কিবরিয়া (পুলিশ অধিদপ্তর, ঢাকা) মো. রেজাউল করিম (পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা), তাপতুন নাসরীন (পুলিশ অধিদপ্তর, ঢাকা) ও শোয়েব রিয়াজ আলমকে (পুলিশ অধিদপ্তর, ঢাকা) পুলিশ অধিদপ্তরে; সরদার নুরুল আমিনকে (ট্যুরিস্ট পুলিশ) রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক; জি এম আজিজুর রহমান (এসবি, ঢাকা), মো. সারওয়ার (এসবি, ঢাকা), মো. মাহমুদুর রহমান (আরআরএফ, চট্টগ্রাম), মো. ইকবাল হোসেন (পুলিশ স্টাফ কলেজ, ঢাকা), মো. মনিরুজ্জামান (অ্যান্টি টেরোরিজম ইউনিট), এজাজ আহমেদ (এসবি, ঢাকা), ও মো. মোয়াজ্জেম হোসেনকে (এসবি, ঢাকা) ঢাকার এসবিতে এবং রেজাউল করিম মল্লিককে (সিআইডি) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ) ঢাকা রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সানা শামীনুর রহমান (শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা), মো. ফারুক হোসেন (এসবি, ঢাকা), সামসুন নাহার (এসবি, ঢাকা), মোহাম্মদ কামরুজ্জামান (৯ এপিবিএন, চট্টগ্রাম) ও মোহাম্মদ শহীদুল্লাহকে (বরিশাল রেঞ্জ, বরিশাল) ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদে; নাছিমা আক্তারকে (অ্যান্টি টেরোরিজম ইউনিট) পুলিশ অধিদপ্তরে, এ বি এম মাসুদ হোসেনকে (ডিএমপি) সারদার বিপিএতে, মো. শহিদুল্লাহকে (ডিএমপি) সিআইডিতে এবং আসমা সিদ্দিকা মিলিকে (ডিএমপি) রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।