১৭ বছর আগের চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান
১৭ বছর আগে করা চাঁদাবাজির একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই মামলায় অব্যাহতি পেয়েছেন আরও সাতজন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. ছানাউল্লাহ আজ বুধবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) জিন্নাত হোসেন।
মামলা থেকে অব্যাহতি পাওয়া অপর সাতজন হলেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, মনিজুর রহমান, আজিজুল করিম, এ কে এম শোয়েব, মাহবুবুল আলম, কামরুজ্জামান ও ওবায়দুল্লাহ খন্দকার।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে গিয়াস উদ্দিন আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ এপ্রিল মামলা করেন আবদুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক আবুল বাশার।
মামলায় দাবি করা হয়, যমুনা সংযোগ সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার জন্য ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদা দেয় আবদুল মোনেম লিমিটেড।
মামলাটি তদন্ত করে চলতি মাসের ৫ তারিখে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। তাতে বলা হয়, মামলার অভিযোগ সত্য নয়। ২০০৯ সালের ৭ মে বাদীপক্ষ আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে। তাতে বলা হয়, বিশেষ মহলের চাপে বাধ্য হয়ে মামলাটি করা হয়।