বিমানবন্দর, সমুদ্রবন্দর ও বাণিজ্যিক এলাকায় ৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি চালুর নির্দেশ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে এক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদছবি: বিটিআরসি থেকে পাওয়া

দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় আগামী ৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি প্রযুক্তি নিশ্চিত করার জন্য চার মোবাইল অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এই নির্দেশনা দেন।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কলড্রপ–সংক্রান্ত বিষয়ে এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

কলড্রপ–সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও এর আশপাশের এলাকায় কলড্রপের ড্রাইভ টেস্টের যে ফলাফল এসেছে, তা পর্যালোচনা করা হবে। কলড্রপ কমিয়ে সেবার মান উন্নত করতে না পারলে জুলাই থেকে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেটের গতি উন্নত করার কথাও বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, এ বছরের অক্টোবর বা নভেম্বরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হতে পারে। সেই অক্টোবরকে টার্গেট করে চার মোবাইল অপারেটকে প্রতিমন্ত্রী চ্যালেঞ্জ দেন। ৩০ অক্টোবরের মধ্যেই এসব এলাকায় ফাইভ-জি নিশ্চিত করতে বলেন তিনি। এ ছাড়া রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, আগারগাঁওয়ের মতো এলাকায় ফাইভ-জি প্রযুক্তির মুঠোফোন ও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার রয়েছে। এসব এলাকাকেও বিবেচনায় নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।

সভায় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এবং অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।