দুই দিনে ১৬টি ধর্ষণের খবরের কথা উল্লেখ করে মহিলা পরিষদের উদ্বেগ
গত দুই দিনে (বুধ ও বৃহস্পতিবার) দেশের বিভিন্ন গণমাধ্যমে ২টি দলবদ্ধ ধর্ষণ ও ১৪টি ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে জানিয়ে এসব ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। তারা বলেছে, এই দুই দিনে চারটি ধর্ষণচেষ্টার খবরও প্রকাশিত হয়েছে। এ সময় ধর্ষণের পর একজন গৃহবধূকে হত্যার খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে মহিলা পরিষদ বলেছে, সম্প্রতি নারী ও কন্যাশিশুদের ওপর ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। স্কুলের ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরাও দৈনন্দিন জীবনে নৃশংস সহিংসতার শিকার হচ্ছেন। চলমান এসব সহিংসতার ঘটনায় নারী ও কন্যাশিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে তাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মহিলা পরিষদ এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতার বিষয়ে শূন্যসহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
বিবৃতিতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ।