ভুক্তভোগীদের প্রতি দৃষ্টিভঙ্গি ও ভিকটিম ব্লেমিং বন্ধের দাবি: ব্লাস্ট
সম্প্রতি দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ভুক্তভোগীদের প্রতি বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি ও ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগী দোষারোপ) বন্ধ করার দাবিও জানান তাঁরা।
সম্প্রতি যৌন হয়রানি ও ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও বিক্ষোভকারীদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমননীতি প্রয়োগের ঘটনায় আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
ব্লাস্টের মতে, এসব ঘটনা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩); শিশু আইন ২০১৩, দণ্ডবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ নির্যাতন প্রতিরোধ সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদে (সিডও) নারীর সমতা, ব্যক্তিস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং বাক্স্বাধীনতা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাগুলো সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি ও ভুক্তভোগী ব্যক্তির নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ব্লাস্ট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, অপহরণ, শারীরিক নির্যাতন ও অনলাইন সহিংসতার যেসব ঘটনা উঠে এসেছে তাতে দেখা যায়, সমাজে নারীদের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক।
ব্লাস্ট মনে করে, ন্যায়বিচার ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ দরকার। পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের জন্য মানসিক ও আইনি সহায়তা এবং পুনর্বাসনের সুযোগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ জরুরি।
বিজ্ঞপ্তিতে ভুক্তভোগীদের মানসিক ও আইনি সহায়তা দিতে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সম্প্রসারণের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।