চারটি দরপত্র বাতিল করল নেসকো

প্রিপেইড মিটার সরবরাহ, ডেটা সেন্টার নির্মাণ এবং সাবস্টেশন (উপকেন্দ্র) নির্মাণে ডাকা চারটি দরপত্র বাতিল করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। গত ৯ জানুয়ারি চারটি আলাদা বিজ্ঞপ্তিতে বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনিবার্য কারণে এসব দরপত্র বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দরপত্রের বিভিন্ন শর্ত নিয়ে আগে থেকেই বিভিন্ন ঠিকাদারের আপত্তি ছিল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ দিতে দরপত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল। এসব অভিযোগ নিয়ে ‘বিপুর “ভাই বন্ধু”দের স্বার্থে দরপত্রে বিশেষ শর্ত’ শিরোনামে ৭ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বাতিল হওয়া দুটি দরপত্রের নাম হলো ‘সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব স্মার্ট প্রিপেমেন্ট মিটারস, ডেটা কনসেনট্রেটর ইউনিটস (ডিসিইউ) অ্যান্ড হেড এন্ড সিস্টেম (এইচইএস) প্যাকেজ-৭’ এবং ‘ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব ডেটা সেন্টার এক্সটেনশন, ডিজাস্টার রিকভারি সেন্টার অ্যান্ড সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার অ্যান্ড রিলেটেড সার্ভিসেস অ্যাট নেসকো (প্যাকেজ-১)’। এ দুই দরপত্রে অংশ নিয়ে যাঁরা জামানতের টাকা জমা দিয়েছেন, তাঁদেরকে তা ফেরত নিতে অনুরোধ করেছে নেসকো।

এর বাইরে যে দুটি দরপত্র বাতিল হয়েছে, তাতে দরপ্রস্তাব জমার আগেই বাতিল করা হয়েছে। সেগুলো হচ্ছে ‘ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব নাইন ৩৩/১১ কেভি এআইএস সাবস্টেশন আপগ্রেডেশন ইন রংপুর (প্যাকেজ-৬)’ এবং ‘ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব থ্রি জিআইএস সাবস্টেশন (প্যাকেজ ৪)’।

নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড মর্ডানাইজেশন অব পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন নেসকোর প্রকল্প সমন্বয়কারী মো. হাসিবুল রহমান স্বাক্ষরিত চিঠিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, নেসকোর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে দরপত্রগুলো বাতিল করা হয়েছে।