আওয়ামী লীগ–সমর্থক ইউপি চেয়ারম্যানের আত্মীয়দের বাড়িতে হামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ–সমর্থিত চেয়ারম্যান আবদুর রাজ্জাকের ভাই ও ভগ্নিপতির বাড়িতে হামলা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ৪০-৪৫ জনের একটি দল রাজ্জাক চেয়ারম্যানের ভাই আবদুল হালিম ও ভগ্নিপতি আবদুল করিমের বাড়িতে হামলা চালায়। এতে দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানা থেকে পুলিশ ও সেনাবাহিনীর এক দল সদস্য ঘটনাস্থলে আসেন।
চেয়ারম্যান আবদুর রাজ্জাক অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিনের নির্দেশে তাঁর তিন ছেলে মো. ইব্রাহিম, মো. সবুজ ও মো. সাব্বিরের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এ সময় কমপক্ষে চার ভরি সোনার গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে যান তাঁরা।
অভিযোগের বিষয়ে বিএনপির নেতা আবদুল মতিন বলেন, তিনি কিংবা তাঁর ছেলে হামলার ঘটনায় জড়িত নন। তবে ওই এলাকায় একটি খালে বাঁধ দিয়ে রাজ্জাকের লোকজন মাছ চাষ করেন। এলাকার লোকজন বাঁধ কাটতে গেলে তাঁদের সঙ্গে রাজ্জাকের লোকজনের ঝামেলা হয়। এ নিয়ে লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালাতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।