সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল,  মোবাইলে ফোর-জি চালু, বন্ধ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক–এই খবর। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

মোবাইলে ফোর-জি চালু, বন্ধ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক

মোবাইল ইন্টারনেট
প্রতীকী ছবি

টানা ১০ দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে। তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না। ফোর–জি সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইটড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবায় ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট–সেবায় ইউটিউব দেখা যাবে না। বিস্তারিত পড়ুন...

কারফিউ না দিলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত পড়ুন...

শুধু ষড়যন্ত্রতত্ত্ব ও তৃতীয় পক্ষের ওপর দায় চাপালে হবে না

আবু আলম শহীদ খান

আবু আলম শহীদ খান। ছাত্রজীবনে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত এই সাবেক সচিব প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন, পিএসসির প্রশ্নপত্র ফাঁস, বেনজীর-মতিউর কাণ্ড এবং প্রশাসনের ভেতর–বাহির নিয়ে। বিস্তারিত পড়ুন...

ফিরে দেখা: বিশ্বের বুকে ভয়ানক আতঙ্ক ছড়িয়েছিলেন আবু বকর আল-বাগদাদি

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ২০১৯ সালে প্রকাশ করা আইএস নেতা আবু বকর আল–বাগদাদি
ছবি : রয়টার্স

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী আল–বাগদাদির জন্ম ১৯৭১ সালে ২৮ জুলাই ইরাকের একটি সুন্নি পরিবারে। জঙ্গি সংগঠন আইএস তাঁর তৈরি। বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী’ তালিকায় নাম ওঠে তাঁর। কীভাবে অন্তর্মুখী শেখ ইব্রাহিম থেকে আবু দুয়া বা আল–বাগদাদি হয়ে ওঠেন তিনি তা নিয়েই এ লেখা। বিস্তারিত পড়ুন...

৫৬ ম্যাচ কম খেলেই কোহলিকে ছুঁয়ে ফেললেন সূর্য

আবারও ফিফটি করেছেন সূর্যকুমার
এএফপি

টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে সূর্যকুমার যাদবের রসায়নটা ‘স্পেশাল’। প্রতিপক্ষ, মাঠ, বোলার—এই সংস্করণে মাঠে নামলে যেন সবই ভুলে যান সূর্য। শুধু ব্যাটটা চালিয়ে যেতে থাকেন। সেটা কখনো ড্রাইভ, পুলের মতো ক্রিকেটের প্রথাগত সব শটে কিংবা নতুন কোনো উদ্ভাবনে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন