ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

হাইকোর্ট ভবনফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে বলেন, আদালত রুল দিয়ে ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ফলাফল প্রকাশ স্থগিত করেছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ তুলে সুষ্ঠু ফলাফল প্রকাশে পুনরায় পরীক্ষার নেওয়ার জন্য গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আবেদন দেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী জিহান আল ফুয়াদ। এতে ফল না পেয়ে তিনি রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজে শুনানিতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব ও সৈয়দা সাজিয়া শারমিন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন প্রথম আলোকে বলেন, গ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ফলাফল প্রকাশ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।