সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল আগামী তিন দিন অফিস চলবে ৬ ঘণ্টা করে, এই খবর। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আগামী তিন দিন অফিস চলবে ৬ ঘণ্টা করে

এবার সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিন দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। বিস্তারিত পড়ুন...

গণতন্ত্র সুসংহত নয়, এমন দেশ ইন্টারনেট বন্ধ রাখে

বিক্ষোভ ও ভিন্নমত দমনে দেশে প্রায়ই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় সরকার। তবে তা মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে। এবার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ, গুলি ও সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় টানা পাঁচ দিন দেশে সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। গণতন্ত্র সুসংহত নয়, এমন দেশগুলোতে এ রকম পরিস্থিতি বেশি দেখা যায়। বিস্তারিত পড়ুন...

ভারতের গণমাধ্যমে টানা কয়েক দিন গুরুত্ব পেয়েছে বাংলাদেশের কোটা আন্দোলন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে এলে তিনি ছিলেন সবার আগে। গত মঙ্গলবার (১৬ জুলাই) একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়তে শুরু করলেও সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন
ছবি: যমুনা টেলিভিশনের ভিডিও চিত্র থেকে নেওয়া

ভারতীয় পত্রপত্রিকা ও গণমাধ্যমে শেষ কবে বাংলাদেশ এভাবে জায়গা দখল করেছিল জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোই-বা কবে এভাবে সরগরম হয়েছে, সেটাও গবেষণার বিষয়। স্মরণাতীতকালের মধ্যে সম্ভবত এই প্রথম সর্বভারতীয় প্রচারমাধ্যমে টানা ১০ দিন ধরে বাংলাদেশের কোটা আন্দোলনের খবর জ্বলজ্বল করছে। বিস্তারিত পড়ুন...

নির্বিচার জেলে ভরে কেন সংকট বাড়ানো হচ্ছে

সিএমএম কোর্ট প্রাঙ্গণে গণগ্রেপ্তার হওয়া ব্যক্তিরা
ছবি: দীপু মালাকার

বৃহস্পতিবার দুপুরে ঢাকার খিলগাঁও থেকে ৭৫ বছর বয়সী এক ভদ্রলোক টেলিফোন করে বললেন, তাঁদের এক ভাই বিএনপি করেন বলে তাঁকে না পেয়ে আরেক ভাই, ভাইয়ের ছেলে, ভাগনে ও এক ভগ্নিপতিকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে গেছে। তাঁরা বলেছেন, বিএনপি করা ভাইকে ধরিয়ে দিলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। বিস্তারিত পড়ুন...

৯০ বছরের পুরোনো টেস্ট রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটকিপার

টেস্ট অভিষেকে ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের উইকেটকিপার ক্লাইভ মাদান্দে
আইসিসি

জিম্বাবুয়ের উইকেটকিপার ক্লাইভ মাদান্দে ৯০ বছরের একটি পুরোনো রেকর্ড ভেঙেছেন। প্রায় শতবর্ষী যে রেকর্ডটি তিনি নিজের করে নিয়েছেন, সেটি অবশ্য মাদান্দে ভুলেই যেতে চাইবেন। রেকর্ডটি যে টেস্টের এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ বাই রান দেওয়ার। বিস্তারিত পড়ুন...