পানছড়িতে আওয়ামী লীগের নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কুপিয়ে হত্যাপ্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় দেবকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে পানছড়ি পুরোনো বাজার এলাকায় তাঁর বাড়িতে এই ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে বিজয় দেবকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হয়েছে।

বিজয় দেবের স্ত্রী বৃন্দা দেবী চাকমা বলেন, দরজা খোলা ছিল। এই সুযোগে ছয়-সাতজন মুখে কাপড় বাঁধা লোক হঠাৎ ঘরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহায়তায় তাঁকে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেনাবাহিনীর সহযোগিতায় খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয়।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, বিজয় দেবের পায়ে দুটি এবং হাতে একটি আঘাতের চিহ্ন রয়েছে। রোগীর স্বজনরা নিরাপত্তার কারণে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পানছড়ি সাপ্তাহিক হাটবাজারেও প্রভাব পড়েছে। বাজারে লোকজনের সমাগম দেখা যায়নি। অধিকাংশ দোকানপাটও বন্ধ দেখা যায়।

স্থানীয় মুদিদোকানদার আইয়ুব আলী বলেন, গত দুই সপ্তাহ জুড়ে বেচাকেনা নেই। গত দুই দিন লোকজন বাজারে আসছে। তবে গতকাল রাতের ঘটনার পর সাপ্তাহিক বাজার দিনেও বেচাকেনা নেই বললেই চলে।

কলাবাগান এলাকার কৃষক আজগর আলী আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘হাটবাজারে বিক্রির আশায় কলমিশাক, ঢ্যাঁড়স ও বরবটি বিক্রি করতে এসেছি। ১০টা বাজলেও এক কেজিও বিক্রি করতে পারিনি। ব্যাপারীদেরও দেখা নেই। বাজারে এসেই শুনলাম মারামারির ঘটনা।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, ‘ঘটনার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে কেউ মামলা করেনি।’