সুরাইয়া মোর্শেদের কুলখানি আজ

সাবেক পররাষ্ট্রসচিব আলী কায়সার হাসান মোর্শেদের সহধর্মিণী সুরাইয়া (ডেইজি) মোর্শেদের কুলখানি আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটায় মরহুমার বাসভবন, বাসা-৯, রোড-৬৬, কনকর্ড দ্য গ্লেন, উত্তর গুলশানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্কলাসটিকা স্কুলের সাবেক পরিচালক সুরাইয়া মোর্শেদ গত রোববার ইন্তেকাল করেন। তিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মরহুম সাইদুর রহমান ও মরহুমা সালমা রহমানের কন্যা। বিজ্ঞপ্তি।